চলচ্চিত্রশিল্পে যখন অপসংস্কৃতি বাসা বাঁধতে শুরু করেছিল, তখনো রাজ্জাক সুরুচিসম্পন্ন ভালো বাণিজ্যিক ছবি করে যেতে থাকলেন। সুচন্দা, কবরী, শাবানা, ববিতা, রোজিনার সঙ্গে একের পর এক সফল জুটি উপহার দিয়ে গেছেন নায়করাজ। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে দাপুটে এই অভিনেতা রাজ্জাক আর আমাদের মাঝে নেই। গতকাল সন্ধ্যায় এ সংবাদ পাওয়ার পরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তিনদিনের কর্ম বিরতি ঘোষণা করে। গতকাল সন্ধ্যায় বিএফডিসিতে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এ ঘোষণা দেন। তিনি জানান, বাংলা চলচ্চিত্রের বড় এ তারকার মৃত্যু আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য বিশাল ধাক্কা। তার মৃত্যুতে শোকস্বরূপ তিনদিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। তাই শিল্পী, পরিচালক ও টেকনিশিয়ানরা তিনদিন কর্মবিরতিতে থাকবেন। গতকাল
সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট, স্ত্রী লক্ষ্মীসহ পরিবারের অন্য সদস্যরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র প্রদর্শক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রগ্রাহক সংস্থা, ডিরেক্টরস গ্লিড, বাচসাসসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |