শাহপরীরদ্বীপ থেকে বিজিবি ৯০ লক্ষ ৫৪ হাজার টাকা মুল্যের ৩০ হাজার ১৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ মামলায় শাহপরীরদ্বীপ গোলারপাড়ার বাসিন্দা মৃত মুসা আলীর পুত্র নুর মোহাম্মদকে (৩৫) পলাতক আসামী করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম ১৯ আগস্ট রাত ১২টায় জানান “গোপন সংবাদের মাধ্যমে জানা যায় শাহপরীরদ্বীপ গোলাপাড়া মৃত মুসা আলীর পুত্র নুর মোহাম্মদ (৩৫) ইয়াবা ভর্তি ব্যাগ নিয়ে সাবরাং ইউপিস্থ গোলারচর এলাকা হতে তার নিজ বাড়ীতে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি হতে নায়েক মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ১৯ আগস্ট বিকালে দ্রুত বর্ণিত ব্যক্তির বাড়ী তল্লাশীর উদ্দেশ্যে গমন করে। টহলদল তার বাড়ীর কাছাকাছি পৌঁছা মাত্রই ইয়াবা পাচারকারী নুর মোহাম্মদ টহল দলের উপস্থিতি লক্ষ্য করে বাড়ী থেকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তার বাড়ীর চার পার্শ্বে ব্যাপকভাবে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে সোয়া ৫টায় তার বসত ঘরের পার্শ্বে একটি ঝুপের মধ্যে মাটির নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। অতঃপর টহলদল উক্ত ব্যাগটি তল্লাশী করে ৯০ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যমানের ৩০ হাজার ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে”।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |