থানা পুলিশ বোয়ালখালীতে মো. শামসুল আলম (৫১) নামের এক সিএনজি চালিত অটো রিকশা যাত্রীকে গ্রেফতার করেছে। তার কাছে সাড়ে ৭শত ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত শামসুল আলম কক্সবাজার জেলার টেকনাফের রিলা ফুলের ডেইল এলাকার মৃত আবদুল গণি ছেলে।
বোয়ালখালী থানার এসআই মো. আবু বক্কর সিদ্দিক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকা থেকে সিএনজি চালিত অটো রিকশা যাত্রী শামসুলকে সন্দেহজনক লাগায় ব্যাগ তল্লাশী করা হয়। ইয়াবা ব্যবসা লাভজনক হওয়ায় টেকনাফ থেকে বোয়ালখালীতে এসেছিল শামসুল।
এ ঘটনায় মাদক দ্রব্য নিংয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।