র্যাপিড অ্যাকশন ব্যাটেললিয়ন (র্যাব)-৭ নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
এসময় শফিকু ইসলাম (৩৭) ও জালা উদ্দিন (১৮) নামে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পতেঙ্গা কাটগর এলাকায় র্যাবের তল্লাশির মুখে পড়লে তাদের আটক করা হয়।
র্যাবের সিনিয়র এএসপি সাহেদা সুলতানা সিটিজিনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন ভোর সাড়ে চারটারদিকে পতেঙ্গা কাটগড় এলাকায় র্যাবের তল্লাশির মুখে পড়লে একটি ট্রাকের মধ্যে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুই ইয়াবা পাচারকারীকে আটক করা কয়। ইয়াবাবহনকারী ট্রাকটিও র্যাবের হেফাজতে রয়েছে বলে জানানা এএসপি ।