দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস হবিগঞ্জের   শায়েস্তাগঞ্জে । এ দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। এসময় আরো দুজন আহত হন।

নিহতদের একজন হলেন বাচ্চু মিয়া। অপর দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইটবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় সিলেটগামী একটি মাইক্রোবাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন আহত হলে তাদের সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031