সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ফটিকছড়ি উপজেলায় ।
আজ (মঙ্গলবার) ভোর সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পেলাগাজীর দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. বাবুল(৪০)। তিনি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ঝরঝরি গ্রামের মৃত হাফেজুর রহমানের পুত্র।
সূত্র জানায়, ভোর সকালে পাইন্দং নয়াহাট এলাকায় একটি বিয়ে বাড়ি হতে নির্ঘুম রাত কাটিয়ে বিবিরহাটের দিকে বাইকে করে আসছিলেন বাবুল ও তার এক বন্ধু। পেলাগাজীর দিঘী এলাকায় আসলে হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি পিচ্ছিল সড়কে উল্টে যায়। পেছনে বসা বাবুল রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে চালককেও আহত অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ফটিকছড়ি থানার এস.আই হাবিব জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, বাবুলের তিন কন্যা সন্তান রয়েছে।