মাইক্রোবাস ধাক্কায় ফরিদ উদ্দিন (৩৫) এক রিকশাচালকের মৃত্যু হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দেওয়ান হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ফরিদ উদ্দিন উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ দোহাজারি থানার পরিদর্শক মো. মিজানুর রহমান এখবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জুমার নামাজের আগে ফরিদ রিকশা করে চালিয়ে যাওয়ার সময় এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি নোহা মাইক্রোবাস রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদ মারা যায়।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার দায়ের করা হয়েছে।