ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মাদ মহসিন কলেজে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের য়েকজন হলেন- কাজী সিদ্দিকুর রহমান (২৩), নুরুল ইসলাম (২২), মহিউদ্দীন মামুন (২৪), সাইফুল ইসলাম (২৩) ও বোরহান (২৩)।
সংঘর্ষে জড়িয়ে পড়া ছাত্রলীগের দুই গ্রুপ নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক বর্তমান সিটি মেয়ের আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।
কলেজ সূত্রে জানা যায়, কলেজের বিজ্ঞান ভবনের সামনে দাড়িয়ে আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নেতাকর্মী স্লোগান দেয়। অপর পাশে মহিউদ্দীন চৌধুরীর অনুসারী কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীও স্লোগান দিতে থাকে। এনিয়ে উভয় গ্রুপের সাথে কথা কাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে উত্তেজিত দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় গ্রুপের ১০ জন নেতাকর্মী আহত হয়।
আহতদের স্থানীয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চকবাজার থানার ওসি নুরুল হুদা জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে কী নিয়ে সংঘর্ষে জড়িয়েছে তা এখনো জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে চমেকে ভর্তি করা হয়েছে।