মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ওড়নার ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে জয়পুরহাট সদর উপজেলায়। তার নাম শাহনেওয়াজ জিম (২০)।
শনিবার দুপুরে ভেটিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিম ভেটিগ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
নিহত জিমের মা শাহনাজ পারভীনসহ প্রতিবেশীরা জানান, জয়পুরহাট সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহনেওয়াজ জিম তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করেন।
মা শাহনেওয়াজ পারভীন এই বয়সে নয়, পরে মোটরসাইকেলটি পরে কিনে দেবন বলে জানান। এতে অভিমান করে দুপুরে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে জিম আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।