পুলিশ লাইনের ভবন থেকে নিচে পড়ে শরিফুল ইসলাম (২০) নামের এক পুলিশ সদস্যের (কনস্টেবল) মৃত্যু হয়েছে রাজধানীর মিরপুরে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর পুলিশ লাইনের মেজর হারুন অর রশিদ জানান, শরিফুল ইসলাম ৩ মাস আগে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টে (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন। লাইনের ৯ নম্বর ভবনের ৬ তলায় থাকতেন শরিফুল। সকালে বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর অাহত হন।
উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মোবাইলে কথা বলার সময় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।