পঞ্চাশ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে আনোয়ারায়। আটক কামরুন্নাহার (২৮) উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুরের আহমদ ছফার কন্যা।
থানা সূত্র জানায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুরে ইয়াবা পাচারে সংবাদ পেয়ে মঙ্গলবার দিনগত রাতে আনোয়ারা থানার এসআই সুজন কুমার নাথ, খন্দকার মাঈনুল হক ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে পশ্চিম রায়পুরের ফতেয়া বর বাড়ির আহমদ ছফার বসত ঘর থেকে কামরুন্নাহারকে আটক করে আনোয়ারা থানা পুলিশ, তার দেওয়া তথ্যমতে বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার বসতঘর থেকে পঞ্চাশ হাজার ইয়াবা বডি উদ্ধার করা করেছে।
এব্যাপারে আনোয়ারা থানার এসআই খন্দকার মাঈনুল হক জানান, গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে পঞ্চাশ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ বলেন, আটক কামরুন্নাহারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলতেছে। মন্ত্রী মহোদয় ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলায়েন্সে আছে, আমরা আনোয়ারাকে ইয়াবামুক্ত করার কাজ করতেছি, তাতে গণমাধ্যম কর্মীদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।