পুলিশ সদস্যরা কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা প্রতিরোধে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা বড়িসহ ১৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপর হামলা চালিয়েছে মাদককারবারিরা। বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফজুরুল হক টুটুল। তিনি জানান, ‘তার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম কক্সবাজারের টেকনাফে ইয়াবা প্রতিরোধে হার্ড লাইনে নেমেছে পুলিশ। তারই সুত্রে ধরে বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হ্নীলা এলাকায় অভিযানকালে মাদককারবারির একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও আতœারক্ষার্থে ১৪ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। এতে মাদককারবারিরা পালিয়ে যায়।
তিনি জানান, অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ ১৯ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট একাধিক মামলার পলাতক আসামীও রয়েছে।’ গ্রেপ্তাদের মধ্যে হোসেন আহমদ নামের একজন ইউপি সদস্য, ইউপি সদস্য বাবুলের স্ত্রীসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। অভিযানে অংশ নেন উখিয়া-টেকনাফের সার্কেল ছাইলাউ মারর্মা ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আশরাফুল জ্জামান।
এদিকে গত সোমবার তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ইউপি সদস্য মো. জামাল হোসাইনকে গ্রেফতার করে। পরের দিন তার মুক্তির দাবিতে থানায় ঘেরাও করে তার লোকজন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |