বান্দরবানের জেলা প্রশাসন এবার ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে পাহাড়ে ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় । বান্দরবানের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে রোপণ করা হচ্ছে ১ লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ও খাস জায়গায় এসব গাছের চারা রোপন করা হবে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র মো. ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, বিভাগীয় বন কর্মকর্তা কাজি কামাল হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ধস ঠেকাতে সেইসাথে শহরের সৌন্দর্য্যবর্ধন ও দেশীয় ফলের চাহিদা পূরণের লক্ষ্যে ১ লক্ষ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে শোককে শক্তিতে রুপান্তরিত । ৯ম পৃষ্ঠার ৩য় ক.
করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ। কৃষি সম্প্রসারণ ও বন বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন ্এই কর্মসূচি বাস্তবায়ন করবে। জেলা প্রশাসক জানান, এবার বর্ষায় অতি বৃষ্টিতে পাহাড়ধসে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বান্দরবানে। বহু মানুষ মারা গেছে, ঘরবাড়ি রাস্তা ঘাটের ক্ষতি হয়েছে। পাহাড়ে গাছপালা না থাকার কারণে ভূমিধস বেশি হচ্ছে। এসব সমস্যা মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক।