দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামে যমুনা ব্যাংকের ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে।
রোববার কোতোয়ালী থানায় মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়েল সহকারী পরিচালক সিরাজুল হক।
অভিযুক্তরা হলেন- ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী এবং যমুনা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার সাবেক প্রধান মনজুরুল আহসান চৌধুরী।
কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে ২০১১ সালের ১০ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে যমুনা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে সুদসহ মোট ৭১ কোটি ৯২ লাখ তিন হাজার ১১৬ টাকা আত্মসাৎ করা হয়। আত্মসাতের ঘটনায় ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরীকে সহায়তা করেছেন ব্যাংক কর্মকর্তা মনজুরুল আহসান।