চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) রাঙ্গামাটিতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহযোগীতার হাত বাড়িয়েছে । তাদরে পুর্নবাসনের জন্য সেনাবাহিনীর কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছে সিএসই।
শনিবার (২৯ জুলাই) সিএসইর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর রাঙ্গামাটির জোনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুকের নিকট এই চেক তুলে দেন সিএসইর পরিচালক মেজর (অব:) ইমদাদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
এসময় সিএসই ও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।