বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানা যায় যে, মায়ানমার হতে ইয়াবার একটি চালান সাবরাং ইউপিস্থ লাবারগোনা মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির হাবিলদার মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অদ্য ৩০ জুলাই ২০১৭ তারিখ ০৩০০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ মাঠের এক পাশে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ০৪০০ ঘটিকায় ৪/৫ জন লোককে চারটি বস্তা মাথায় করে মাঠ দিয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় টহলদল তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। অতঃপর টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে ১২,৯০,০০,০০০/- (বার কোটি নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ৪,৩০,০০০ (চার লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
এস এম আরিফুল ইসলাম
পরিচালক
অধিনায়ক
ফরৎথ২@নমন.মড়া.নফ