গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ টেকনাফের নাইট্যং পাড়ার মুন্না ফিরোজ (২৩) নামে এক যুবককে আটক করেছে কক্সবাজার শহরের কাছাকাছি দরিয়ানগরের পর্যটন এলাকার বড়ছড়ায় । সে ওই এলাকার আবু তৈয়বের ছেলে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের টিম অভিযান চালায়। ওই সময় মুন্নাকে ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযানের আরো নেতৃত্ব দেন ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম।
এদিকে স্থানীয় এলাকাবাসি জানিয়েছেন, টেকনাফ নাইট্যং পাড়ার বাসিন্দা গফুরের পুত্র মেহেদি হাসান ওরফে মেহেদির দীর্ঘদিন ইয়াবা বহন করে আসছিল মুন্না। স্থানীয়দের মতে, মুন্নাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মেহেদী হাসান ওরফে মেহেদীর ইয়াবা, গাড়ি চোর সিন্ডিকেটসহ বহু অপকর্মের তথ্য বেরিয়ে আসবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |