প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল গঠনে বিশেষ সিনেট অধিবেশন চলাকালে সিনেটের প্রধান ফটকে শিক্ষক-ছাত্র হাতাহাতির ঘটনায় তদন্তে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ফজলুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান।
আমজাদ আলী বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের লক্ষ্যে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
প্রসঙ্গত, ডাকসু নির্বাচন না দিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে সাধারণ
শিক্ষার্থীরা গতকাল শনিবার সিনেটের বিশেষ অধিবেশন চলাকালে বাইরে প্রতিবাদ করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করতে চাইলে শিক্ষকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।