‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে বাংলাদেশের আগাম নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন। কিন্তু জনগণ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।’

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, সমাজসেবা অধিদপ্তরের সুফলভোগীদের উদ্দেশে ‘শান্তি ও উন্নয়নের মহাসড়কে বাগমারা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ‘বাংলাদেশে তারেক রহমানের রাজনীতি করার কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘বিএনপি যতই চেষ্টা করুক বিশৃঙ্খলা সৃষ্টি করার, তাদের দাঁড়ানোর ক্ষমতা নেই। তারা ক্ষমতায় এলে দেশের অসহায় মানুষের কথা ভুলে যায়। ভোট নেয়ার আগে দেশের অসহায়, গরিব, দুঃখী মানুষকে বিভিন্ন ধরনের মিথা প্রলোভন দিয়ে ভোট নেয়। এরপর ক্ষমতায় এলে ভোটারদের ওপর শুরু করে নানা ধরনের নির্যাতন। দেশের মানুষ আর ভুল করবে না।’

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এমপি ও খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সহসভাপতি সাংসদ বেগম আক্তার জাহান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031