চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩জন শিক্ষার্থীকে রোববার রাষ্ট্রপতি পদক প্রদান করা হবে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ৩৩ শিক্ষার্থীকে এই পদক দেওয়া হবে। তাদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ১৭ শিক্ষার্থী পাবেন স্বর্ণপদক। দ্বিতীয় স্থান অর্জনকারী ১৬ জনকে দেওয়া হবে সম্মানসূচক পদক।