পৃথক তিনটি দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন চট্টগ্রাম নগরী ও হাটহাজারী উপজেলায়।
বৃহস্পতিবার দিনগত রাত ও শুক্রবার ভোর রাতে এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নায়েক হামিদুর রহমান জানান, নগরীর পাহারতলী সরাইপারা এলাকায় সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী সুজন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) দিনগত রাতের কোন এক সময় গাড়ির চাপায় এ ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, আজ শুক্রবার (২৮ জুলাই) ভোরে নগরীর হালিশহর এলাকায় ট্রাক চাপায় রফিকুল ইসলাম (৫৬) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তিনি সকালে প্রাতভ্রমণে বের হয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
এছাড়া হাটহাজারী উপজেলার দক্ষিন বুড়িশ্বর এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে মো. নিশান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দিনগত রাতে মাল্টিপ্লাগে চার্জার সংযোগ করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান নায়েক হামিদ।