৫৭ ধারায় তথ্য প্রযুক্তি আইনের এক ইউনিয়ন যুবলীগ নেতার নামে মামলা দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর এক সমর্থক।
শুক্রবার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বশির হোসেন নামের ওই যুবলীগ নেতার নামে মামলা করেন এমপির সমর্থক শাহাদৎ হোসেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও বলেন, উপজেলার বেতমোর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জরিপের চর গ্রামের রশিদ হাওলাদারের ছেলে বশির হোসেন ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে একটি মন্তব্য করেন। ওই মন্তব্যে এমপির প্রতি সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা থাকায় এমপির সমর্থক শাহাদৎ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
উল্লেখ্য, এর আগে এমপির পক্ষে তার সমর্থক ফারুক হোসেন নামের এক ব্যক্তি গত ৬ জুলাই রাতে বাদী হয়ে উপজেলার সাপলেজা ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল আমীন রাসেল ও দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলালের বিরুদ্ধেও তথ্য প্রযুক্তির ৫৭ ধারায় মামলা করেছিলেন। ওই মামলার দুই আসামিই উচ্চ আদালতের আদেশে জামিনে আছেন।