সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই আব্দুল হাই সিদ্দিক ও কনস্টেবল আশরাফুল ইসলাম নিহত হয়েছেন দিনাজপুরের হিলিতে । এরা দুজনই হাকিমপুর থানায় কর্মরত ছিলেন।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে হিলির হীরামতি সিনেমা হলের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল পৌনে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে এএসআই আব্দুল হাই সিদ্দিক ও আশরাফুল ইসলাম স্থানীয় চারমাথা থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। এসময় তারা হীরামতি সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক আহত হয়ে ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিকাল সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানান, অভিযান পরিচালনার জন্য এএসআই সিদ্দিক ও কনস্টেবল আশরাফুল থানা থেকে বের হয়ে দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় তাদের একটি ট্রাক ধাক্কা দিলে তারা দুজনেই মারা যান।
নিহত এএসআই সিদ্দিক নীলফামারী সদরের দিঘলডাঙ্গী এলাকার আহমেদ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা গ্রামের মৃত বজলার রহমানের ছেলে।
এসব ঘটনায় তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।