আল-আকসা মসজিদ বিষয়ক একটি ধর্মীয় ট্রাস্ট মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে প্রবেশের ওপর ইসরায়েল নতুন করে যে প্রতিবন্ধকতা আরোপ করেছে তা অপসারণ না করা পর্যন্ত মসজিদের ভেতরে প্রবেশ না করতে সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ।

আজ মঙ্গলবার জেরুজালেম ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলের আরোপিত বিধি-নিষেধ যতদিন পর্যন্ত বলবৎ থাকবে এর প্রতিবাদ হিসেবে ততদিন পর্যন্ত কোনো মুসল্লি যেন ওই মসজিদে প্রবেশ না করে। আল-আকসা মসজিদ চলতি মাসের ১৪ জুলাইয়ের আগের অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এবং পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে মসজিদ সংশ্লিষ্ট ওয়াকফ টেকনিক্যাল কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সেখানে যাতে কেউ প্রবেশ না করে।’

জেরুজালেম আল-কুদস ভিত্তিক সর্বোচ্চ ইসলামিক কমিটির প্রধান ইকরেমা সাবরি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আল-আকসা মসজিদের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ পর্যালোচনার ফলাফল আজ মঙ্গলবার দিনের শেষে জানানো হবে।

পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদের আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েল গত ১৪ জুলাই মুসলমানদের প্রথম এ কিবলা মসজিদ বন্ধ করে দেয়। এমনকি আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায় বন্ধ করে দেয় ইসরায়েল। অবশ্য এর দু’দিন পর এটি আবার খুলে দেয়া হলেও ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানান এবং প্রতিবাদে তারা মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করে আসছেন।

সূত্র: পার্স টুডে

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031