আদালত সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীনসহ ৩৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপির সহ-মানবাধিকার সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া ও বিএনপি নেত্রী শিরিন সুলতানা, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু ও সাইফুল ইসলাম নীরব।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, রাজধানীর পল্টন থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বুধবার অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আসামিরা পলাতক থাকায় আদালত অভিযোগপত্র আমলে গ্রহণ করে পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, মামলার মোট আসামি ৫৩ জন। এদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা এমকে আনোয়ার, হাবিবুন নবী খান সোহেল, শওকত মাহমুদসহ ১২ জন জামিনে রয়েছেন। অন্যদিকে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ও মনির হোসেন কারাগারে রয়েছেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধের সময় পল্টন থানা এলাকায় সিএনজচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন হতাহত হয়। ওই ঘটনায় পরে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ এপ্রিল পল্টন থানার উপপরিদর্শক (এসআই) দেবী কান্ত বর্মণ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031