ভ্রাম্যমাণ আদালত বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে আখাউড়ায় ২৪০জনকে জরিমানা করেছে । বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক গাউস আল মনির এ দণ্ডাদেশ দেন।

আখাউড়া স্টেশন সুপার মো. খুলিলুর রহমান জানান, পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন হয়ে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী আন্তঃনগর মহানগর প্রভাতি, আন্তঃনগর পাহাড়িকা, আন্তঃনগর মহানগর এক্সপ্রেসসহ বিভিন্ন মেইল ও লোকাল ট্রেনে বুধবার সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ট্রেনে তল্লাশি চালিয়ে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ২৪০জনকে আটক করা হয়।

এ সময় দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে বায়ান্ন হাজার তিনশ নব্বই টাকা জরিমানা আদায় করা হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031