২৫ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক রাত ০০৫০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উপজেলা গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশীর উদ্দেশ্যে থামার নির্দেশ দিলে লোকটি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ২২,৫০০ (বাইশ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য টাকা ১,১২,৫০,০০০/০০ (টাকা এক কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার মাত্র)। জব্দকৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।
শেখ ফখরউদ্দিন
লেঃ কমান্ডার বিএন
গণসংযোগ কর্মকর্তা
মোবাঃ ০১৭৬৬৬৯০৩১৬
০১৭৬৬৬৯০১৬১