আইনমন্ত্রী আনিসুল হক।তিনি বলেছেন আইসিটি আইনের ৫৭ ধারা শুধু সাংবাদিক নয়, দেশের ১৬ কোটি মানুষের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন , যারাই অপরাধ করবেন, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তবে নতুন সিকিউরিট আইনে অপরাধগুলো সুস্পষ্ট করে কোন ধরনের অপরাধে কী শাস্তি হবে, তা বিস্তারিতভাবে জানানো হবে বলে জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর বনানীতে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত নতুন ফ্রিল্যান্সারদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা বলেন।এ সময় মন্ত্রী বিচারবিভাগের ভাবমূর্তি রক্ষায় এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে বরিশালের বিচারককে (সিএমএম) অন্যত্র বদলির প্রস্তাব করা হয়েছে বলে জানান।তিনি বলেন, সেখানে একটি অহেতুক পরিস্থিতর সৃষ্টি হয়েছিল। তাই তাকে (বিচারক) সরালে বিচারবিভাগের মর্যাদা আরো বৃদ্ধি পাবে।কোডার্স ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম এ জি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথের, পিকে এসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, কোডার্স ট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা জন কায়ো পেবিগ প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031