জাহাজ থেকে কাঠ নামাতে গিযে দুর্ঘটনায় পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়ে ছেচট্টগ্রাম বন্দরে । সোমবার রাতের কেন এক সময় বন্দর জেটিতে নোঙ্গর করা “এমভি লতিকা নারী” নামে বিদেশী জাহাজে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুই শ্রমিকের নাম মো. আতিক (৫২) ও মো. খোরশেদ (৫০)। তাদের দুজনের বাড়ী নোয়াখালী জেলায়।
চট্টগ্রাম বন্দর থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম এ থকর নিশ্চিত করে জানান, রাতে ৪ শ্রমিক বিদেশী জাহাজ থেকে কাঠ নামনোর কাজ করছিলো। রাতের কোন এ দুজন শ্রমিক সরু সিঁড়ি দিয়ে জাহাজে নামতে গিয়ে জাহাজের ভীতরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ জাহজের ভীতরে সিঁড়ির নীচে পাওয়া যায়।আমরা লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা থানায় এসে লাশ নিয়ে যাবে।
সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম আরো জানান, কাঠ বোঝাই জাহাজটি কয়েকদিন আগে আফ্রিকা থেকে চট্টগ্রাম বন্দরে আসে।