১৭ বছরের মেয়েটি এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার খবর মানতে পারেনি ।সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে দেওয়ার।তাই সবার অজান্তে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে অর্পনা চৌধুরী।
বাড়ির সবার নজরে যখন আসলো ততক্ষণে সব শেষ। তার প্রায় অসাড় শরীরটা রোববার বিকেল চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অর্পনা এনায়েতবাজার সিটি করপোরেশন মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল।
অর্পনা চৌধুরী বজহরি চৌধুরীর মেয়ে।সে বাবা-মাকে নিয়ে চকবাজার থানা এলাকার গোয়াছিবাগান এলাকার ১৬ নম্বর স্টাফ কোয়ার্টারে থাকতো। সেখানেই সে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে সে পাস করতে পারেনি। এটি দেখার পর পরেই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে দেখার পর পরেই তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে তাকে। কিন্তু হাসপাতালে আনার পর পরেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।’