বিজিবি ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩০ লক্ষ টাকা টেকনাফের হোয়াইক্যং তুলাতলী থেকে। তবে এ অভিযানে ইয়াবা পাচারকারী আটক হয়নি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার অভিযানের সত্যতা নিশ্চিত করে ২১ জুলাই রাত সাড়ে ১১টায় জানান ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় মায়ানমার হতে ইয়াবার একটি চালান হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী লবন মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে জেসিও-৮১০৪ নাঃ সুবেঃ মোঃ নওশের আলী এর নেতৃত্বে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল ২১ জুলাই রাত ৯.২০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ তুলাতলী লবন মাঠের এক পার্শ্বে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ৯.৩০ ঘটিকায় ২-৩ জন লোককে একটি ব্যাগ হাতে করে লবন মাঠ দিয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা বহনকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে কাদাঁর ভেতর দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। অতঃপর টহলদল ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031