জিহিন আহমেদ আত্মহত্যা করেছেন দেশের অন্যতম ব্যান্ড তারকা মানাম আহমেদের ছেলে । আজ বিকালে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন। তবে কিভাবে করেছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। এ ব্যাপারে ধানমন্ডি থানার এএসআই মামুনুর রশীদ মানবজমিনকে জানান, জিহিন আহমেদের আত্মহত্যার বিষয়টি ল্যাবএইড হাসপাতাল নিশ্চিত করে জানিয়েছে। এ ব্যাপারে থানায় একটি নোট রাখা হয়েছে। জিহিন আহমেদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো আত্মহত্যার কারণ বা কিভাবে করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। মামুনুর রশীদ বলেন, ল্যাবএইড হাসপাতাল থেকে জিহিন আহমেদের আত্মহত্যার বিষয়টি জানানো হয়। তারা আমাদের জানায়, ছেলেটিকে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে। এ ব্যাপারে মানাম আহমেদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। জিহিন আহমেদ নিজেও এ প্রজন্মের ব্যান্ড ম্যাকানিক্সের গিটারিস্ট ।