জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের।
বৃহস্পতিবার জেলার ফুলপুর এবং মুক্তাগাছায় অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বৃহস্পতিবার রাতে ঢাকাটাইমসকে জানান, এদিন ডিবির এসআই আ. মালেক এবং এএসআই ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে ফুলপুর বাসস্ট্যান্ড থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার ধোবাউড়া উপজেলার বাসিন্দা। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম ঢাকাটাইমসকে জানান, মুক্তাগাছার সসা খামার বাজার এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হক ও আজিজুল হক নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উভয় ঘটনায় ফুলপুর ও মুক্তাগাছা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।