আদালত গাজীপুরে ব্যবসায়ী মহিউদ্দীন হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছে।একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আ. কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লা ছেলে নূরুল ইসলাম, মজনু সরকার ওরফে মজলুর ছেলে সাদ্দাম হোসেন, আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু।

রায় ঘোষণার সময় সাদ্দাম ও বাবু আদালতে উপস্থিত ছিলেন। অন্য তিনজন শামীম, নুরুল ইসলাম ও মজনু পলাতক রয়েছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিল থেকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত মহিউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তার বাবা ফজলুর রহমান কালীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া দুটি ধারায় আসামিদের এই দণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে এপিপি মকবুল হোসেন ছাড়াও মামলা পরিচালনা করেন আতাউর রহমান খান ও আব্দুল করিম ঠান্ডু। আর আসামিপক্ষে ছিলেন মো. হানিফ শেখ ও বেগম জেবুন্নেছা মিনা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031