প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে দুটি গাছের চারা রোপন করেছেন ।
মঙ্গলবার ‘আকাশ নিম’ও ‘রুদ্র পলাশ’ গাছের দুটি চারা রোপন শেষে বাগান ঘুরে দেখেন তিনি। এসময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে বর্ষাকালে গাছ লাগানোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।