দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার হয়েছেন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ট্রাক মালিকের করা মামলায় সিরাজগঞ্জে । তারা হলেন, কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মাইনুল হক ও সলঙ্গা থানায় এএসআই মতিউর রহমান।
সোমবার রাতে সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী এ কথা জানান।
পরিদর্শক বিমল চাকী বলেন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সলঙ্গা থানায় গত ১৪ জুলাই এক ট্রাক মালিকের করা মামলায় সোমবার বিকালে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিকালে তাদের আদালতে হাজির করার পর অতিরিক্ত বিচারিক শরিফুল ইসলাম তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।