দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে হাতেনাতে আটক করেছে । আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় নিজ কার্যালয় থেকে ফখরুলকে আটক করে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করে জানান, নিজ কার্যালয়ে ফখরুল ইসলাম একজন ঠিকাদারের কাছ থেকে নেবেন বলে জানতে পারে দুদক। এ খবরের ভিত্তিতে দুদকের কর্মকর্তারা আশপাশে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুলকে গ্রেপ্তার করেন তারা।
প্রণব কুমার আরো জানান, ফখরুল ইসলামকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |