আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছে। নিহত খালেদ আহমেদ লিটু (২৩) ওই কলেজের শিক্ষার্থী। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে মাথায় গুলি করে বিরোধী পক্ষ। ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া সংঘর্ষে আরও ৬/৭জন নেতাকর্মী আহত হয়েছে। এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী বলেন, লিটু ছাত্রলীগের কর্মী। যারা এ ঘটনায় জড়িত তারা কখনো ছাত্রলীগ করতে পারে না। তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তবে ক্যাম্পাস এখন শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |