রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে আরও সময় পেলো । রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে। সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানী করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গতকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে দেয়া দুই সপ্তাহের সময় শেষ হয়। আজ সকালে গেজেট প্রকাশে আরও দুই সপ্তাহের সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে শুনানী শেষে আদালত এক সপ্তাহের সময় দেন। উল্লেখ্য, গত বছরের ২৪শে নভেম্বরের মধ্যে বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত। এরপর থেকে কয়েক দফা সময় বাড়িয়ে নিয়েছে সরকার।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |