যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে। স্থানীয়রা জানায়, এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে উপজেলার সিংহশ্রীর বড়মা এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রবিবার রাতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠে আসে। তবে এখনও সেলিনা আকতার (২৭) নামে এক নারী নিখোঁজ রয়েছে।
ওসি আরও বলেন, সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা শুরু করবে।