শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসার নামে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ বাদ দিতে নতুন নির্দেশনা জারি করেছে । একই সঙ্গে অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত এ ধরনের মাদ্রাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমতি নিতে তিন মাস সময় বেঁধে দেয়াসহ ১১ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ নির্দেশনা দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে রোববার এক আদেশে ক্যাডেট মাদ্রাসার অবৈধ ব্যবসা পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্তগুলো শিগগিরই বাস্তবায়ন করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ক্যাডেট মাদ্রাসাগুলোর অধ্যক্ষদের এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ করেছে মন্ত্রণালয়। নির্দেশনা আরও রয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়া ও পাঠদান নিশ্চিত করা, স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন দ্বারা নিয়মিত নজরদারি করা, ব্যবস্থাপনা কমিটিতে একজন জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি রাখা, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত আবশ্যিকভাবে পরিচালনা করা, জাতীয় দিবসগুলো বাধ্যতামূলকভাবে পালন করা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কিছু মাদ্রাসা নামের সঙ্গে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ জুড়ে দিয়ে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ নেয়া ছাড়াও বেশি বেতন নিচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানের নামের সঙ্গে ইন্টান্যাশনাল শব্দ লাগিয়ে এনসিটিবির কালিকুলাম অনুসরণ না করে নিজেদের পছন্দমত বই বিক্রি করে তা শিক্ষার্থীদের পড়তে বাধ্য করে। এসব যেন আর না করতে পারে সেজন্যই মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |