র্যাব-১ বস্তি থেকে ৯৫ কেজি গাঁজাসহ জামাল সরদার নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গাজীপুরের টঙ্গীর হাজী মাজার।
রবিবার বিকালে তাকে আটক করা হয়। আটক জামাল সরদার মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বলিগ্রামের মো. আজিজের ছেলে।
র্যাব জানায়, বিকালে টঙ্গী বাজার হাজী মাজার বস্তিতে কতিপয় মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার সময় জামাল সরদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বস্তির মাসুদ ও হুমায়ুনের বসত ঘরে বিশেষ কৌশলে রাখা একটি বাঁশের তৈরি সুরঙ্গ পথ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার মূল্যমান আনুমানিক সাত লাখ ৬০ হাজার টাকা। এঘটনায় রাতে টঙ্গী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে র্যাব।