পুলিশ ৪৩০ পিস ইয়াবাসহ চুমকি (৩০) নামের এক নারীকে আটক করেছে নোয়াখালী পৌরসভায় অভিযান চালিয়ে ।
রবিবার সন্ধ্যা ছয়টার দিকে দত্তবাড়ি মোড় এলাকার গোপাই মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত চুমকি সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মেয়ে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপাই মসজিদ এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় চুমকির ভ্যানেটি ব্যাগ থেকে ৪৩০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।
ওসি আরো জানান ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।