এক হাজার পিস ইয়াবাসহ মো. বাপ্পী (২৭) ও তার স্ত্রী রিনা বেগমকে (২৬) আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন রৌফাবাবাদ শহীদ পাড়া এলাকা থেকে । শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. ফজলুল কাদের চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনার সময় বাপ্পীর ডান পকেটে থাকা একটি সাদা টেপ মোড়ানো অবস্থায় ৪০০ পিস এবং তার স্ত্রী রিনা বেগমের কাছ থেকে ৬০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।