পুলিশ চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) অধ্যায়নত ভারতীয় শিক্ষার্থী আসিফ শেঠ (২৫) খুনের ঘটনায় তার পাঁচ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শনিবার সকালে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে নগরীর আকবর শাহ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ভূঁইয়া জানান, নগরীর আকবর শাহ থানার ফয়েজ লেকস্থ বিলকিস ম্যানসন নামে একটি ভবনে ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় নিহত শিক্ষার্থীর পাঁচ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, শুক্রবার রাতে বিলকিস ম্যানসন নামেও ওই ভবন থেকে আসিফ শেঠ নামে ভারতীয় এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় গুরুতর আহত অবস্থায় উইলসন (২৬) নামে আরেক ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আসিফ শেঠ ও উইলসন দুজনেই চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিএর ছাত্র।