পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য আলাদা আলাদা তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’।
শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৫২তম সভায় এই তারিখ নির্ধারণ হয় বলে শেকৃবির জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম জানিয়েছেন।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২২ থেকে ৩০ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২১ অক্টোবর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২ ডিসেম্বর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০১৮ সালের মার্চের চতুর্থ সপ্তাহ
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয: ২৪ অগাস্ট থেকে আবদেন শুরু