বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী অভিযান চালিয়ে ৫ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা মুল্যের ১ হাজার ৪৫ পিস ইয়াবা বড়িসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেঃ কমান্ডার বিএন ডিকসন চৌধুরী জানান ১৪ জুলাই রাত আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান কক্সবাজার এর একটি টহল দল কন্টিজেন্ট কমান্ডর এম মোখলেছুর রহমান, চীফ পেটি অফিসার এর নেতৃত্বে কক্সবাজার এর কস্তুরা ঘাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদ অনুযায়ী অল্প কিছুক্ষনের মধ্যেই উক্ত ঘাটের সামনে দিয়ে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট সমুদ্রের দিকে যেতে থাকে। এমতাবস্থায় কোস্টগার্ড সদস্যরা উক্ত বোটটি তল্লাশী করবার নিমিত্তে থামনোর সংকেত দিলে বোটটি দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোস্ট গার্ড সদস্যদের তৎপরতায় বোটটি পালিয়ে যেতে ব্যর্থ হয়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটি তল্লাশী করে ১ হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং উক্ত বোটে থাকা ৫ জন ইয়াবা পাচারকারীকে আটক করে।
আটককৃতরা হল ১। মোঃ আব্দুস সবুর (৬৫), পিতাঃ মৃত দুলা মিয়া, উপজেলা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম ২। মোঃ আব্দুস সবহান (৬২), পিতাঃ মৃত আবুল হোসেন, উপজেলা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম ৩। মোঃ বজল আহমেদ (৫০), পিতাঃ হাজী সেনায়েত আলী, উপজেলা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম ৪। মোঃ নুরুল ইসলাম (৪০), পিতাঃ মৃত সিদ্দিক আহমেদ, উপজেলা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম ৫। মোঃ ইউনুস (৪৯), পিতাঃ মৃত বাদশা মিয়া, উপজেলা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম। উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত বোটের আনুমানিক বাজার মূল্য যথাক্রমে ৫,২২,৫০০/০০ এবং ২০,০০,০০০/০০ টাকা। সর্বেমোট ২৫,২২,৫০০/০০ (টাকা পঁচিশ লাখ বাইশ হাজার পাঁচশত)। জব্দকৃত ইয়াবা, আটককৃত ইয়াবা পাচারকারী ও বোট পরবর্তী কার্যক্রমের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031