সরকার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে পরীক্ষামূলকভাবে মাছ আহরণ বন্ধের চিন্তা-ভাবনা করছে । বাংলাদেশে ইয়াবা প্রবেশ ঠেকাতে সরকার এমন সিদ্ধান্ত বাস্তবায়নের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শনিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৭ এর সদর দফতর পতেঙ্গায় মাদকদ্রব্য ধ্বংস বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা প্রবেশের প্রধান রুট হিসেবে চিহ্নিত দুই দেশের সীমান্তের এই নাফ নদী। এ নদীতে মাছ আহরণের আড়ালে কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত- তাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির আওতায় আনতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সরকার।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা নাফ নদীতে পরীক্ষামূলকভাবে জেলেদের কর্মবিরতির ঘোষণা করবো, যাতে তারা এ নদীতে মাছ ধরা থেকে বিরত থাকে। তাহলে কারা এ নদীতে ইয়াবা পাচারে যুক্ত তা সহজে বিজিবি ও কোস্টগার্ডের নজরে চলে আসবে। তখন ইয়াবা প্রতিরোধ আরো জোরদার করা যাবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক আমাদের দেশে তৈরি হয় না। কিন্তু আমরা এর শিকার হচ্ছি। বিভিন্নভাবে মাদক আমাদের দেশে আসছে। কখনো কোকেন, কখনো ফেনসিডিল, কখনো হিরোইন। এখন যেটা মহামারি আকার ধারণ করেছে সেটা হলো ইয়াবা। ফেনসিডিল অনেকটা কমে এসেছে। এটি বন্ধু প্রতীম দেশ ভারত থেকে আসতো। ভারতের সঙ্গে বৈঠকের পর বৈঠক হয়েছে। বিজিবি-বিএসএফ সার্বক্ষণিভাবে বৈঠক করছে। আমাদের অনুরোধে সীমান্তের ফেনসিডিল কারখানা বন্ধ করে দিচ্ছে তারা। সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করে দিচ্ছে যাতে বাংলাদেশে মাদক না ঢুকে। তারপরও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যাতে ওপার থেকে মাদক না আসে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |