সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানার রূপালী আবাসিক এলাকায় হামলার ঘটনার ঘটে। ছাত্রলীগ নেতার হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তার নাম এএসআই সাদেক। তিনি রূপনগর এলাকার বাসিন্দা এবং নগর গোয়েন্দা শাখায় কর্মরত।
পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগে নগর ছাত্রলীগ নেতা মুনির চৌধুরী (২৭) ও মোহাম্মদ আমীর (২২) নামে তার এক সহযোগীকে পুলিশ আটক করেছে। আটক মনির মহানগর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ নেতা মুনিরের এক আত্মীয় দিদার নামে এক ব্যক্তির কাছে টাকা পাওনা ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে টাকা আনতে মনির দিদারের বাসায় গেলে দুই পক্ষের মধ্যে আবারো ঝগড়া হয়। এসময় ছাত্রলীগ নেতা মুনির ও তার সহযোগিরা দিদারের পরিবারে উপর হামলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।’
তিনি আরো বলেন,‘এ সময় পুলিশ গিয়ে দু’পক্ষকে থানায় যাবার কথা বললে তারা পুলিশের উপস্থিতিকে ডাকাত ডাকাত বলে চিৎকার করে। তাদের শোর চিৎকার শুনে এলাকার বাসিন্দা ডিবি পুলিশের এএসআই মো. সাদেক ঘটনাস্থলে গেলে মনির পুলিশ আনার জন্য সাদেককে দায়ী করে পুলিশের উপস্থিতিতে সাদেককে শারীরীক ভাবে নির্যাতন করে। থানা পুলিশ বাধা দিলে মুনিরের লোকজন পুলিশের উপর হামলার চেষ্টা করে।’
এ অবস্থায় পুলিশ ছাদেককে উদ্ধার করে। মুনিরসহ ২ জনকে আটক করে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।