এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন প্রেমিকের মৃত্যুর শোকে সইতে না পেরে গাজীপুরের টঙ্গীতে । তার নাম আফসানা মীম। আত্মহত্যার সময় তামজিদ নামে এক ছেলেকে উদ্দেশ্য করে তিনি একটি চিরকুটও লিখে গেছেন। পরিবারের ভাষ্য, যে ছেলেটিকে নিয়ে চিঠিটি লেখা হয়েছে সে গত রমজান মাসে মারা গেছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব আরিচপুর জামাইবাজার এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মীম।
মীম টঙ্গীর সফিউদ্দিন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী। মীম বরিশালের উজিরপুর উপজেলার মসান গ্রামের ফারুক হোসেনের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর পূর্ব আরিচপুরের আবু হানিফের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রবিবার রাতে পরিবারের সবাই যখন বাড়ির বাইরে ছিল তখন মীম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই শাকিল ঘরে প্রবেশ করে মীমের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। এসময় মীমের পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। দুই পৃষ্ঠার ওই চিরকুটটি তামজিদ নামে একজনকে উদ্দেশ্য করে লিখা হয়েছে বলে জানায় পুলিশ।
টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক শাহীন শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মীম। মৃতদেহের পাশ থেকে মীমের নিজহাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তবে পরিবারের ভাষ্য অনুযায়ী যাকে নিয়ে চিঠিটি লেখা হয়েছে সে গত রমজান মাসে মারা গেছে। হয়তো সেই শোক সইতে না পেরে মীম আত্মহত্যা করেছে। তবে তামজিদ নামের ওই ছেলেটি কীভাবে মারা গিয়েছিল সে বিষয়ে কোনো তথ্য পুলিশ বা নিহতের পরিবার দিতে পারেনি।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।